• একটি পতাকা একটি মানচিত্র একটি নাম বঙ্গবন্ধু 

      জাহাঙ্গীর, মোঃ শওকত; গোস্বামী, অরুণ কুমার (সম্পাদক ও সংকলক) (সৃজনী, ২০১৮)
      বঙ্গবন্ধুর আজীবন ত্যাগ, স্বপ্ন ও অবদান এবং দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে বাঙ্গালি জনগোষ্ঠী একটি ‘রাজনৈতিক সম্প্রদায়ে’ পরিণত হয়েছে-‘একটি পতাকা, একটি মানচিত্র’ লাভ করেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুর সমগ্র সত্তা ...
    • একাত্তরে বন্দী মুজিব পাকিস্তানের মৃত্যুযন্ত্রণা (Ekattore bondi Mujib Pakistaner mrittujantrana) 

      সা্ইয়িদ, আবু (সূচিপত্র, ২০১১)
      বাঙালি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুঞ্জয়ী প্রতীক। সেই প্রতীককে কেউ বন্দী করে রাখতে পারেনা। ২৬ মার্চ তাঁকে বন্দী করা হলো। নিয়ে যাওয়া হলো পশ্চিম পাকিস্তানে। নিঃসঙ্গ কারাগারের মৃত্যু সেলে। সামরিক ...
    • কারাগারের রোজনামচা (Karagarer Rojnamcha/ Prison Diary) 

      রহমান, শেখ মুজিবুর (বাংলা একাডেমি, ২০১৭)
      শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. ডিগ্রি লাভ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি ...
    • গণতন্ত্র বঙ্গবন্ধু স্বাধীনতা 

      আসগর, আলী (অনিন্দ্য প্রকাশ, ২০১৪)
      বক্ষ্যমাণ লেখাগুলো আসলে কতকগুলো প্রবন্ধের সংগ্রহ, যা প্রায় সবই নানা সময়ে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে বিশেষ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে লেখকের ব্যক্তিগত প্রতিক্রিয়া ও উপলব্ধি প্রকাশের লক্ষ্যে।এখানে প্রধানত গণতন্ত্র ও ...
    • জনক তুমি বাংলাদেশ 

      কাজল, ইসহাক (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ২০১৪)
      এ গ্রন্থটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর প্রামাণ্য তথ্যভিত্তিক বিবরণ রয়েছে। জন্মভূমির মহান পুরুষ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অধিকাংশ প্রবন্ধসহ বিভিন্ন বিষয়ের উপর ...
    • নেতা যে রাতে নিহত হলেন 

      মিলন, ইমদাদুল হক (কথাপ্রকাশ, ২০১৭)
      ‘নেতা যে রাতে নিহত হলেন’ ইমদাদুল হক মিলনের বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এক অবিস্মরণীয় গল্প ।একজন মহান নেতাকে দেশের অতি সামান্য এক মানুষ ...
    • বঙ্গবন্ধুর ভাষণ (Bangabandhur bhashan) 

      মাহমুদ, আনু (ন্যাশনাল পাবলিকেশন, ২০১৫)
      বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার একমাত্র বঙ্গবন্ধুরই ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার অধিকার অর্জন করেছেন এ বাংলার জনগণের জন্য। তার সারা জীবনের আন্দোলন সংগ্রাম এবং সত্তরে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভের মধ্য দিয়ে। ...
    • রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর বাংলাদেশ 

      মনির, খায়রুল আলম (রোদেলা, ২০১১)
      কোনো দেশ ও জাতিকে সুসংগঠিত করতে হলে একজন নেতার দরকার হয়, যিনি হবেন সাহসী, বলিয়ান, প্রজ্ঞা সম্পন্ন এবং ভবিষ্যৎদর্শী। সর্বোপরি তিনি হবেন একজন খাঁটি দেশপ্রেমিক। এসব গুনের অধিকারি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বাঙালি জাতির ...
    • শেখ মুজিব আমার পিতা (Sheikh Mujib amar pita) 

      হাসিনা, শেখ (আগামী প্রকাশনী, ২০১৭)
      শেখ মুজিব আমার পিতা গ্রন্থটি মূলত শেখ হাসিনা লিখিত স্মৃতিকথামূলক সংক্ষিপ্ত আত্মজৈবনিক রচনা। যাতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জীবনের অনেক অনুল্লিখিত দিক এবং জননেত্রী শেখ হাসিনার লড়াই সংগ্রামের ইতিহাস।
    • শেখ মুজিবের ছেলেবেলা (Sheikh Mujiber chelebela) 

      মওদুদ, বেবী (Moudud, Baby) (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, ২০১৫)
      জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা, এই ধরনের একটি বই লেখার জন্য লেখক বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজনদের এবং পরিচিত জনদের মুখে তাঁর কথা শোনেন। এরপর তাঁর জন্মস্থান টুঙ্গিপাড়ায় গিয়ে গ্রামীণ পরিবেশ, তাঁর শৈশব-কৈশোরের ...
    • স্বাধীনতার মহানায়ক 

      তাহা, এম আর এ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ২০০৮)
      এ দেশের রাজনীতিতে ঘটে যাওয়া বাহান্নর ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট ঘোষিত ২১ দফা, ঐতিহাসিক ৬ দফা, ছাত্রদের ঘোষিত ১১ দফা, স্বাধীনতাযুদ্ধ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে ...