• আমার স্বপ্ন আমার সংগ্রাম (Amar Swapno amar sangram) 

      হাসিনা, শেখ; মওদুদ, বেবী সম্পাদিত (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, ১৯৯৭)
      জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত স্বপ্ন ও আদর্শবাদী সংগ্রাম ছিল বাংলাদেশ।এই স্বপ্ন ও সংগ্রামের জন্য তাঁর চিন্তা চেতনা ও ভাবনার প্রতিফলন ঘটেছে বিভিন্ন বক্তব্যে। এ গ্রন্থে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
    • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

      সম্পাদনায় আনোয়ারা, এস এম (ন্যাশনাল পাবলিকেশন, ২০১৮)
      বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে হঠাৎ মঞ্চে এসে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি- তাঁর আবির্ভাব ধুমকেতুর মত নয়। তিনি তিলে তিলে নিজেকে এ সংগ্রামের জন্য নিবেদন করেছেন- কঠোর ত্যাগের মধ্য দিয়ে আপোষহীন মনোভাব নিয়ে ...
    • শেখ মুজিব: বাংলাদেশের আরেক নাম 

      রহমান, আতিউর (আলোঘর, ২০১৯)
      আগামী দিনের বাংলাদেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে আমাদের উন্নয়ন-নীতিকৌশলে বঙ্গবন্ধুর জনহিতৈষী চিন্তা-চেতনাকে পাথেয় করা ছাড়া যে গত্যন্তর নেই সে কথাটিই জোর দিয়ে বলবার চেষ্টা করেছেন লেখক তাঁর গবেষণানির্ভর এই ...