Now showing items 21-40 of 50

    • অসম্পূর্ণ যদিও পূর্ণ-ছবির সন্ধানঃ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান (Osompurno jadio purno chobir shandhan: Bangabandhu Sheikh Mujibur Rahman) 

      চৌধুরী, রামেন্দ্র (জাতীয় সাহিত্য প্রকাশ, ২০১৩)
      এই বইতে রামেন্দ্র চৌধুরী চেষ্টা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরতে। প্রকাশিত উপকরণের ভিত্তিতে তিনি বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক কর্মধারার ধারাবাহিক আলেখ্য তৈরি করেছেন। লেখক বঙ্গবন্ধুর অনুরাগী, ...
    • বাংলাদেশ সাম্প্রদায়িকতা ও মৌলবাদ (Bangladesh samprodayikota o moulobad) 

      সিংহ, কঙ্কর (জাতীয় সাহিত্য প্রকাশ, ২০১৪)
      ১৯৭১ সালে এক নদী বুকের রক্ত দিয়ে বাংলাদেশ সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ মুক্ত হয়েছিল বলে মনে করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের সেই স্বাধীনতার পরম অর্জনকে অল্পদিনের মধ্যে অপশক্তি খামছে ধরেছে। ক্ষত-বিক্ষত করেছে রাষ্ট্রীয় মূলনীতিকে ...
    • দেশবিভাগঃ ফিরে দেখা (Deshbibhag: fire dekha) 

      রফিক, আহমদ (অনিন্দ্য প্রকাশ, ২০১৪)
      ভারতবিভাগ (১৯৪৭, আগস্ট) এক ঐতিহাসিক রাজনৈতিক ট্র্যাজেডি হিসাবে বিবেচিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এ ইতিহাস এক বিরল রক্তাক্ত ঘটনা। এ ট্র্যাজেডি ও তার নায়কদের নিয়ে বিচারি-বিশ্লেষণ কম হয়নি ভারত, পাকিস্তান ও পশ্চিমা বিদগ্ধজনের ...
    • জনক তুমি বাংলাদেশ 

      কাজল, ইসহাক (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ২০১৪)
      এ গ্রন্থটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর প্রামাণ্য তথ্যভিত্তিক বিবরণ রয়েছে। জন্মভূমির মহান পুরুষ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা অধিকাংশ প্রবন্ধসহ বিভিন্ন বিষয়ের উপর ...
    • বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ: ইতিহাস ও তত্ত্ব (Bangabandhur shaat Marcher bhashan: itihash o tatto) 

      ওয়াহাব, আবদুল (সম্পাদক) (মাওলা ব্রাদার্স, ২০১৪)
      'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইতিহাস ও তত্ত্ব' শীর্ষক গ্রন্থটি সম্পাদনা করেছেন দেশের বিশিষ্ট ফোকলোর গবেষক ড. আবদুল ওয়াহাব। এ গ্রন্থে ৭ মার্চের ভাষণের বহুমাত্রিক ব্যাখ্যা প্রদান করেছেন-দেশের ৫৭ জন বিশিষ্ট ব্যক্তি। ১০টি অধ্যায়ে ...
    • গণতন্ত্র বঙ্গবন্ধু স্বাধীনতা 

      আসগর, আলী (অনিন্দ্য প্রকাশ, ২০১৪)
      বক্ষ্যমাণ লেখাগুলো আসলে কতকগুলো প্রবন্ধের সংগ্রহ, যা প্রায় সবই নানা সময়ে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে বিশেষ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে লেখকের ব্যক্তিগত প্রতিক্রিয়া ও উপলব্ধি প্রকাশের লক্ষ্যে।এখানে প্রধানত গণতন্ত্র ও ...
    • বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ (Bangabandhu Sheikh Mujib o Bangladesh) 

      ইসলাম, কাজী সাইফুল (জয় প্রকাশন, ২০১৪)
      বঙ্গবন্ধু ও বাংলাদেশ শব্দ দুটি একই সূত্রে গাঁথা। শব্দ দুটি একটিকে অপর থেকে পৃথক করা যায় না। বাঙলার প্রতিটি পথে প্রান্তরে চির অমর হয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙবন্ধু শেখ মুজিবুর রহমান।
    • বঙ্গবন্ধুর ভাষণ (Bangabandhur bhashan) 

      মাহমুদ, আনু (ন্যাশনাল পাবলিকেশন, ২০১৫)
      বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার একমাত্র বঙ্গবন্ধুরই ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার অধিকার অর্জন করেছেন এ বাংলার জনগণের জন্য। তার সারা জীবনের আন্দোলন সংগ্রাম এবং সত্তরে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভের মধ্য দিয়ে। ...
    • কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা (Kabitay Bangabandhu Bangabandhur Kabita) 

      নজরুল, শেখ (পারিজাত প্রকাশনী, ২০১৫)
      কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা নামের সম্পাদিত গ্রন্থে নবীন-প্রবীন, খ্যাত-অখ্যাত, প্রকাশ্য-গোপন সব ধরনের কাব্য একত্রে গেঁথে রাখার চেষ্টা করা হয়েছে। এখানে গ্রন্থিত কাব্যে কবিতার কাব্যমান বিবেচ্য ছিলনা, বরং ছিল বঙ্গবন্ধুর ...
    • বঙ্গবন্ধুর জীবনে স্মরণীয় ঘটনা (Bangabandhur jibone saraniyo ghatana) 

      দেবরায়, দেবব্রত (পারিজাত প্রকাশনী, ২০১৫)
      বঙ্গবন্ধুর সমগ্র জীবনই স্মরনীয় এবং ঘটনাবহুল। তবুও কিছু কিছু ঘটনা আমাদের হৃদয়ে রেখাপাত করে আছে।তাঁর পূর্ণাঙ্গ জীবনসহ এই সমস্ত ঘটনাগুলোকে একত্রিত করার অনুভব থেকেই গ্রন্থটি প্রণয়ন করা হয়েছে।
    • শেখ মুজিবের ছেলেবেলা (Sheikh Mujiber chelebela) 

      মওদুদ, বেবী (Moudud, Baby) (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, ২০১৫)
      জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা, এই ধরনের একটি বই লেখার জন্য লেখক বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজনদের এবং পরিচিত জনদের মুখে তাঁর কথা শোনেন। এরপর তাঁর জন্মস্থান টুঙ্গিপাড়ায় গিয়ে গ্রামীণ পরিবেশ, তাঁর শৈশব-কৈশোরের ...
    • বঙ্গীয় মুসলমান সমাজ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ও সাম্প্রদায়িকতা (Bongio musalman samaj: ouponibeshik shikkhabebostha o samprodyikota) 

      মোহাম্মদ, নূর (জাতীয় সাহিত্য প্রকাশ, ২০১৫)
      নূর মোহাম্মদ রচিত কতকগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ এই বইটিতে অন্তভূক্ত করা হয়েছে। তিনি মূলত: যে ভাবে উপনিবেশিক শাসন, সেই শাসনে মুসলমান সমাজের অবস্থা এবং ইংরেজ শাসনে শিক্ষা ব্যবস্থার ওপর আলোচনার সূত্রপাত করে ভারতে সাম্প্রদায়িকতাকে ...
    • পিতা (Pita) 

      আলম, মো. ইসরাফিল (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ২০১৫)
      হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর অসাধারণ চরিত্রকে তুলে ধরতে কলমের শক্ত কালির স্পর্শে বিভিন্ন আঙ্গিকে এই সংকলিত গ্রন্থে লেখকদের মুক্তমত প্রকাশ পেয়েছে। লেখকেরা রাজনৈতিক ইতিহাসের ধারাভাষ্য তুলে ধরতে গিয়ে বঙ্গবন্ধুর ...
    • জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

      সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, ২০১৬)
      বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র বর্ণাঢ্য জীবনের ছবি ভাষায়, রঙে বা আলোকচিত্রে সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব নয়। কারণ তিনি তাঁর কীর্তির চেয়ে মহৎ। এই মহত্ত্বের কোন ছবি তোলা যায়না। জাতীয় চেতনার বিশাল উপলব্ধিতে তাঁর অবস্থান। ...
    • ১৫ আগস্টের ১০০ মিনিট (15 Auguster 100 minitue) 

      সাদী, শেখ (কথাপ্রকাশ, ২০১৬)
      ইতিহাসের ধরণ বিবেচনায় এটি একটি ইতিহাসভিত্তিক উপন্যাস। কিন্তু উপন্যাসের পাশাপাশি লেখাটিকে একটি অনুসন্ধানী প্রতিবেদন ও বলা যায়। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর সরকার, সরকারের বিরোধিতা, সরকারের নানা দুর্বলতা, দুর্বলতার কারণ খুব ...
    • বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অজানা কথা (Bangladesher prothom rastropati o muktijuddher ojana kotha) 

      জোবায়ের, মোহাম্মদ; দে, তপন কুমার সম্পাদিত (জাতীয় সাহিত্য প্রকাশ, ২০১৬)
      হাজার বছরের বাঙালির ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রাম ছিল দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার এক সোনালী ফসল। আর এই সোনালি ফসলের রূপকার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে রূপ ও সফল ...
    • নেতা যে রাতে নিহত হলেন 

      মিলন, ইমদাদুল হক (কথাপ্রকাশ, ২০১৭)
      ‘নেতা যে রাতে নিহত হলেন’ ইমদাদুল হক মিলনের বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এক অবিস্মরণীয় গল্প ।একজন মহান নেতাকে দেশের অতি সামান্য এক মানুষ ...
    • বাংলা আমার আমি বাংলার (Bangla amar ami Banglar) 

      হাসিনা, শেখ; মওদুদ, বেবী সম্পাদিত (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, ২০১৭)
      বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মানব কল্যাণ বিশেষ করে একটি জাতিকে উন্নত জীবন দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র যে অবদান, কিছু কিছু বক্তব্য যা তিনি বিভিন্ন সময় রেখেছেন তার থেকে কিছু উদ্ধৃতি এই গ্রন্থে উল্লেখ করা ...
    • কারাগারের রোজনামচা (Karagarer Rojnamcha/ Prison Diary) 

      রহমান, শেখ মুজিবুর (বাংলা একাডেমি, ২০১৭)
      শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. ডিগ্রি লাভ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি ...
    • ওঙ্কারসমগ্রঃ বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের শ্রুতিলিপি (Omkarsamagra: Bangabandhur nirbachito bhashaner srutilipi) 

      নৈঃশব্দ্য, ণির্ঝর (ঐতিহ্য, ২০১৭)
      বঙ্গবন্ধুর প্রায় শতাধিক ভাষণের অডিও সিডি যেগুলো ‘পিপলস ভয়েস’ নামে একটি প্রতিষ্ঠান ‘শেকড়ের সন্ধান’ নামে প্রকাশ করে। সেই শতাধিক ভাষণ থেকে বাছাই করে ৬৭ টি ভাষণ শ্রুতিলিপি রূপে প্রকাশ করা হয়েছে, যেগুলো নানা কারণে গুরুত্বপূর্ণ।