১৫ আগস্টের ১০০ মিনিট (15 Auguster 100 minitue)
الخلاصة
ইতিহাসের ধরণ বিবেচনায় এটি একটি ইতিহাসভিত্তিক উপন্যাস। কিন্তু উপন্যাসের পাশাপাশি লেখাটিকে একটি অনুসন্ধানী প্রতিবেদন ও বলা যায়। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর সরকার, সরকারের বিরোধিতা, সরকারের নানা দুর্বলতা, দুর্বলতার কারণ খুব পরিষ্কারভাবে উঠে এসেছে ‘১৫ আগস্টের ১০০ মিনিটে’।