শেখ মুজিবের ছেলেবেলা (Sheikh Mujiber chelebela)
الخلاصة
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা, এই ধরনের একটি বই লেখার জন্য লেখক বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজনদের এবং পরিচিত জনদের মুখে তাঁর কথা শোনেন। এরপর তাঁর জন্মস্থান টুঙ্গিপাড়ায় গিয়ে গ্রামীণ পরিবেশ, তাঁর শৈশব-কৈশোরের স্থানগুলো ঘুরে দেখে এবং গ্রামের মানুষের কাছ থেকেও যতোখানি সম্ভব তথ্য উদ্ধারের চেষ্টা করেছেন। এই গ্রন্থের অধিকাংশ তথ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখোনো গল্প আকারে শুনিয়েছেন, কখোনো নিজে লিখে দিয়েছেন।এই দেশ, গ্রাম, মাটি ও প্রকৃতির স্বাভাবিকতা নিয়ে বঙ্গবন্ধু কিভাবে তাঁর শৈশব কাটিয়েছেন লেখক তা খুঁজে বের করতে চেষ্টা করেছেন।সেই সঙ্গে তাঁর বড় হয়ে ওঠা, মন-মানসিকতা গড়ে ওঠা এবং তাঁর স্বভাবটি তুলে ধরার চেষ্টা করেছেন।আর টুঙ্গিপাড়ার আশ্চর্য সবুজ শান্ত প্রকৃতি ও সরল পারিবারিক জীবন বঙ্গবন্ধুকে পরিপুষ্ট করে তুলেছিল তা যেন লেখককে স্পষ্ট করে দেখিয়েছে। এদেশের মাটি ও মানুষকে তিনি গভীরভাবে ভালবাসতেন।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শিক্ষা-দীক্ষা জীবনব্যাপী সংগ্রামের সাহসী চেতনা তিনি এখান থেকেই গ্রহণ করেন। এখানে যতখানি সম্ভাব্য তথ্য পাওয়া গেছে তা তুলে ধরা হয়েছে।