কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা (Kabitay Bangabandhu Bangabandhur Kabita)
Résumé
কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা নামের সম্পাদিত গ্রন্থে নবীন-প্রবীন, খ্যাত-অখ্যাত, প্রকাশ্য-গোপন সব ধরনের কাব্য একত্রে গেঁথে রাখার চেষ্টা করা হয়েছে। এখানে গ্রন্থিত কাব্যে কবিতার কাব্যমান বিবেচ্য ছিলনা, বরং ছিল বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম নিবেদন, যার যার মতো করে, ভাবনায়, ভালবাসায়, ছন্দে, বর্ণে, গন্ধে-যেনো এক সুতোয় গাঁথা ৫৬ হাজার বর্গমাইলের সমান শ্রেষ্ঠ মানবমালা।