বাংলাদেশ সাম্প্রদায়িকতা ও মৌলবাদ (Bangladesh samprodayikota o moulobad)
الخلاصة
১৯৭১ সালে এক নদী বুকের রক্ত দিয়ে বাংলাদেশ সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ মুক্ত হয়েছিল বলে মনে করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের সেই স্বাধীনতার পরম অর্জনকে অল্পদিনের মধ্যে অপশক্তি খামছে ধরেছে। ক্ষত-বিক্ষত করেছে রাষ্ট্রীয় মূলনীতিকে । কলংকিত করেছে তাঁর সংবিধানকে। স্বাধীনতার চার দশক পরেও আবহমান বাঙালি ও বাংলাদেশের সংস্কৃতির উত্তরাধিকার কিভাবে এবং কতটুকু গ্রহণ করবে সেই ব্যাপারে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি।এখনও সবকিছু নিয়ে চরম বিতর্ক। যা কিছু স্বাধীনতার অহংকার তা নিয়ে দুই দলের অবস্থান বিপরীত মেরুতে।তারপরও মানুষ স্বপ্ন দেখে নতুন দিনের।বাংলাদেশ এগিয়ে যাবে আলোর পথে। দূর হবে তমসা, জয়ী হবে অসাম্প্রদায়িকতা, পরাজিত হবে মৌলবাদ – লেখক তাঁর গ্রন্থে এই আশাবাদ ব্যক্ত করেছেন।