একাত্তরে বন্দী মুজিব পাকিস্তানের মৃত্যুযন্ত্রণা (Ekattore bondi Mujib Pakistaner mrittujantrana)
الخلاصة
বাঙালি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুঞ্জয়ী প্রতীক। সেই প্রতীককে কেউ বন্দী করে রাখতে পারেনা। ২৬ মার্চ তাঁকে বন্দী করা হলো। নিয়ে যাওয়া হলো পশ্চিম পাকিস্তানে। নিঃসঙ্গ কারাগারের মৃত্যু সেলে। সামরিক ট্রাইবুনালে বিচার করে তাঁকে দেয়া হবে মৃত্যুদণ্ড। প্রিজাজ্ড রায় লিখিত। শেখ মুজিব নির্বিকার। অনড়। অনমনীয়। বন্দী কারাগারে সামরিক ট্রাইবুনালে বিচারকে ঘিরে বিশ্ব বিবেক হয়ে উঠেছিল প্রতিবাদী, গণমাধ্যমে রক্তের অক্ষরে লিখিত ইতিহাসের কালজয়ী কণ্ঠস্বর সোচ্চার হয়েছিল জিঘাংসার প্রতিকূলে। বনে, বিজনে, কলরব-কোলাহলে মুক্তির সংগ্রাম লিখে চলেছিল যে আত্মত্যাগী মুক্তিসেনা তাদের প্রতিশোধের স্পৃহা, দৃপ্ত শপথের বহ্নিশিখায় উজ্জীবিত উচ্চারণে ধ্বনিত হয়েছে মুজিব মুক্তির সঙ্গীত। সে অনির্বাণ সঙ্গীতে একাত্ম হয়েছিল সমগ্র জাতি। মন্ত্রমুগ্ধে জপিত হয়েছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবিচ্ছেদ্য।