বঙ্গীয় মুসলমান সমাজ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ও সাম্প্রদায়িকতা (Bongio musalman samaj: ouponibeshik shikkhabebostha o samprodyikota)
Abstract
নূর মোহাম্মদ রচিত কতকগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ এই বইটিতে অন্তভূক্ত করা হয়েছে। তিনি মূলত: যে ভাবে উপনিবেশিক শাসন, সেই শাসনে মুসলমান সমাজের অবস্থা এবং ইংরেজ শাসনে শিক্ষা ব্যবস্থার ওপর আলোচনার সূত্রপাত করে ভারতে সাম্প্রদায়িকতাকে সেই পরিপ্রেক্ষিতে উপস্থিত করার চেষ্টা করেছেন। নূর মোহাম্মদের লিখিত প্রবন্ধগুলির পাঠ যে কোন পাঠকের চিন্তাকে, বিশেষত: নতুন প্রজন্মের পাঠকদের চিন্তাকে, যে সমৃদ্ধ করবে এবং ইতিহাস বিষয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরী করবে।