পিতা (Pita)
Abstract
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর অসাধারণ চরিত্রকে তুলে ধরতে কলমের শক্ত কালির স্পর্শে বিভিন্ন আঙ্গিকে এই সংকলিত গ্রন্থে লেখকদের মুক্তমত প্রকাশ পেয়েছে। লেখকেরা রাজনৈতিক ইতিহাসের ধারাভাষ্য তুলে ধরতে গিয়ে বঙ্গবন্ধুর মধ্যকার সততা, মেধা, দূরদৃষ্টি, দেশপ্রেম, চরিত্র ও সর্বোপরি ক্যারিশম্যাটিক নেতৃত্ব বর্ণনায় যাওয়ার প্রয়াশে অবিচল থেকেছেন। জাতির পিতার মানবিক গুনাবলিসমূহ অর্থাৎ মানুষের প্রতি তাঁর সহনশীলতা, নিখাদ ভালবাসা ও আবেগ বেশ কয়েকটি রচনায় প্রস্ফুটিত হয়েছে। নেতা মুজিব, পিতা মুজিব, নন্দিত মুজিবকে খুঁজে পাওয়া যাবে এই গ্রন্থে। বর্তমান সংকলনটির সকল লেখা দেশের জাতীয় দৈনিক ও বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।