বসু-বাড়ি (Basu bari)
الخلاصة
‘বসু-বাড়ি’ বইটিতে দেশের ইতিহাসের এক অতি সঙ্কটপূর্ণ সময়ে একটি পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, জয়-পরাজয়ের সহজ সরল একটি কাহিনি গল্পের ভঙ্গিতে বলার চেষ্টা করা হয়েছে। লেখাটির মাধ্যমে আজকের ছেলেমেয়েরা সুভাষচন্দ্রকে খুবই কাছের মানুষ হিসেবে দেখতে শিখেছে। বসুবাড়ির যা কিছু তুচ্ছ তা পথের ধারে পড়ে থাক, বসুবাড়ির দেশসেবার গৌরব ও ত্যাগের ঐশ্বর্য দেশবাসী ভাগ করে নিন এটাই লেখকের অভিপ্রায়।
المكان (URI)
http://hdl.handle.net/123456789/1087حاويات
- Good Reads [48]