এমিলিয়ে ও সুভাষঃ এক অনন্য সম্পর্কের কাহিনি (A true love story: Emilie and Subhas)
الخلاصة
সুভাষচন্দ্র এবং তাঁর পত্নী এমিলিয়ের গভীর সর্ম্পকের কথা নেতাজীর জীবনের এক স্বল্পচেনা অধ্যায়। সুভাষ ও এমিলিয়ের যখনই বিচ্ছেদ ঘটত নিয়মিত পত্রালাপের মধ্য দিয়ে পরষ্পর যোগাযোগ রেখে চলতেন। নেতাজীর সংগ্রামের সাথী এই নারী প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করতেন। এই বইতে লেখিকা এক সংগ্রামী নারীর নীরব আত্মত্যাগের কথা লিখেছেন, আর তুলে ধরেছেন এক মহান বিপ্লবী ও এক বিদেশিনীর অনন্য প্রেমকথা।
المكان (URI)
http://hdl.handle.net/123456789/1092حاويات
- Good Reads [48]