সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী - প্রথম খণ্ড
الخلاصة
সুভাষচন্দ্রকে বুঝতে হলে তাঁর জীবনের শুরু, শৈশব, কৈশোর ও ছাত্রজীবন সম্বন্ধে সম্যকভাবে অবহিত হওয়া প্রয়োজন।সৌভাগ্যক্রমে ঐ সময়কার বহু চিঠিপত্র সংগ্রহ করা গিয়েছিল।আত্মজীবনী ও সমকালীন চিঠিগুলো একসাথে পাওয়া সুভাষচন্দ্রের জীবন ও বাণী বুঝবার পক্ষে এক অপূর্ব সুযোগ।১৯২১ সালে দেশসেবায় আত্মনিয়োগ করার পর থেকে তাঁর রাজনৈতিক জীবনের প্রথম অধ্যায় শেষ হয় ১৯২৭ সালের প্রথমে, যখন তিনি বর্মায় সুদীর্ঘ নির্বাসন থেকে ঘরে ফেরেন।প্রস্তুতি ও নেতৃত্বের প্রথম পদক্ষেপকে যুক্ত করে ১৯২৭ সালের মে মাস পর্যন্ত লেখা চিঠিপত্র ও বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ডে স্থান পেয়েছে।
المكان (URI)
http://hdl.handle.net/123456789/1108حاويات
- Good Reads [48]