সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী - তৃতীয় খণ্ড
الخلاصة
১৯২৩ থেকে ১৯৩২ সালের মধ্যে সুভাষচন্দ্র বসুর লেখা ১৮০ খানি চিঠি তৃতীয় খণ্ডে প্রকাশিত হয়েছে। কেবল সুভাষচন্দ্রের চিঠি নয়, তাঁকে লেখা বেশ কিছু চিঠিও যথাসম্ভব গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। ১৯২১ থেকে ১৯৩২ সাল ছিল সুভাষচন্দ্রের জীবনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময়। সময়টিকে দুই ভাগে বিচার করা যায়। প্রথম, ১৯২১ থেকে ১৯২৭ এবং দ্বিতীয়, ১৯২৭ থেকে ১৯৩২। ১৯২১ সালের শেষে স্বাধীনতা আন্দোলনে যোগদান করার পর থেকে তাঁর রাজনৈতিক জীবনের প্রথম পর্বের শেষ হয় ১৯২৭ সালের প্রথমে যখন তিনি বার্মায় সুদীর্ঘ কারাবাসের পর ঘরে ফেরেন । প্রথম খন্ডে প্রকাশিত এই অধ্যায়ের পএাবলীর সঙ্গে এই খণ্ডে আরও ১৪৪ চিঠি যোগ করা হয়েছে । ১৯২৭ থেকে ১৯৩২ পর্যন্ত ৫ বছরের ৪৪টি চিঠি এই গ্রন্থে সাজিয়ে দেয়া হয়েছে। ১৯২১ থেকে ১৯২৭ পর্যন্ত শিক্ষানবীশির পর ১৯২৮ থেকে ১৯৩২-এ সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় জীবনে যুবশক্তির মুখপাত্র ও সদ্যেোজাত ভারতীয় বামপন্থার ধারক রূপে আবির্ভূত হন।
المكان (URI)
http://hdl.handle.net/123456789/1110حاويات
- Good Reads [48]