সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী - পঞ্চম খণ্ড
الخلاصة
১৯২৯ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তৃতা ও রচনা সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী-পঞ্চম খণ্ডে স্থান পেয়েছে। ১৯২৯ থেকে ১৯৩৩ পর্যন্ত সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবন খুবই তাৎপর্যপূর্ণ। এই সময় তিনি দেশের জনজীবনে অনন্য ও উদীয়মান এক নেতা এবং ভারতের রাজনীতিতে বামপন্থার প্রধান প্রবক্তা হিসেবে স্বীকৃতি লাভ করেন।
المكان (URI)
http://hdl.handle.net/123456789/1114حاويات
- Good Reads [48]