সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী - ষষ্ঠ খণ্ড
Résumé
সুভাষচন্দ্র বসু’র রচনাসংকলনের মধ্যে এই বিশেষ খণ্ডটি (সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী-ষষ্ঠ খণ্ড) নেতাজি সুভাষচন্দ্র বসুর বহু বর্ণাঢ্য ব্যক্তিত্বের মানবিক ও আবেগপূর্ণ দিকটিকে স্পষ্ট করে। এই খণ্ডটি প্রকাশের মাধ্যমে একটি মহিলার অপরিমেয় সাহস, তীব্র স্বাধীনচিত্ততা এবং পরম আত্মমর্যাদাকেই সম্মান জানানো হয়েছে যিনি ভারতীয় নেতার জীবনে একটি নতুন ও গভীর প্রাপ্তির মাত্রা যোগ করেছিলেন।
Collections
- Good Reads [48]