সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী - সপ্তম খণ্ড
Abstract
সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী সপ্তম খণ্ড-এই খণ্ডে সংগৃহীত হয়েছে সুভাষচন্দ্র বসুর কর্মজীবনের এক অতীব আকর্ষক, যদিও কতকটা অন্য ধরনের এবং কতকটা অবহেলিত, একটি পর্যায়ের চিঠিপএ, প্রবন্ধ এবং বিবৃতি। এই সময়কার লেখায় যত রকম বিষয়ের কথা উল্লিখিত হয়েছে, তার ব্যাপকতা বিস্ময়কর –সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ, সাম্যবাদ, মনস্তত্ত্ব, দর্শন, অধ্যাত্মতত্ত্ব, নাগরিক পরিকল্পনা, ভ্রমণ, গান্ধী, আয়ারল্যান্ড, প্রেম এবং আরও অনেক কিছু ।
Collections
- Good Reads [48]