সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী - অষ্টম খণ্ড
Abstract
নেতাজির রচনা-সংগ্রহের এই অতি গুরুত্বপূর্ণ খণ্ডটিতে (সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী - অষ্টম খণ্ড) সংকলিত হয়েছে জানুয়ারি ১৯৩৮ থেকে ১৯৩৯-এর ২৯ এপ্রিল কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর পদত্যাগের অব্যবহিত পর পর্যন্ত তাঁর ভাষণ, রচনা ও চিঠিপত্র। এইসবে তাঁর আলোচ্য বিষয় সাম্রাজ্যবাদ এবং জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, জাতীয় পরিকল্পনা, বিজ্ঞান, সাংবিধানিক নানা বিষয়, হিন্দু-মুসলিম সম্পর্ক, নারীর ভূমিকা, ইউরোপীয় রাজনীতি প্রভৃতি।
Collections
- Good Reads [48]