সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী - নবম খণ্ড
الخلاصة
২৯ এপ্রিল১৯৩৯ তারিখে কলকাতায় কংগ্রেস সভাপতিত্ব থেকে পদত্যাগ করা এবং ১৬-১৭ জানুয়ারি ১৯৪১ তারিখে এলগিন রোডের বাড়ি থেকে নিষ্ক্রমণ, এই দুইয়ের মধ্যবর্তীকালে সুভাষচন্দ্র বসু চেষ্টা করেছিলেন জাতীয় স্তরে ভারতবাসীকে কংগ্রেসের গান্ধীবাদি প্রাচীনপন্থী কর্মকর্তাদের বিকল্প অন্য একটি নেতৃত্ব দান করতে। এই বিকল্প নেতৃত্বের ভিত্তি ছিল ভারতীয় রাজনীতির সে্ই পর্যায়ে আপসহীন সাম্রাজ্যবাদ-বিরোধিতা এবং স্বাধীনতা লাভের পর নির্ভেজাল সমাজতন্ত্রবাদ। সুভাষচন্দ্র বসুর রচনা সংকলনের নবম খণ্ডে তাঁর এই অতি গুরুত্বপূর্ণ পর্যায়ের রচনা ও বক্তৃতাসমূহ একত্রিত করা হয়েছে।
المكان (URI)
http://hdl.handle.net/123456789/1126حاويات
- Good Reads [48]