রবীন্দ্রনাথের পল্লীউন্নয়ন ও সমবায়ী ভাবনা
Abstract
বস্তুত, এই গ্রন্থে লেখক এক অন্য রবীন্দ্রনাথকে আবিষ্কার করেছেন- যিনি মানব প্রেমিক শুধু নন, যথার্থ মানব হিতৈষী। সাধারণের সঙ্গে ছিল তাঁর অংশীদারের সম্পর্ক- এ সম্পর্ক শুধু জমিদার ও প্রজার মধ্যকার ছিলনা, এ সম্পর্ক ছিল মানুষের সঙ্গে মানুষের। রবীন্দ্রনাথ জাতিভেদকে ঘৃণা করেছেন। বুঝেছিলেন এই জাতিভেদ প্রথাই সকল উন্নয়নের অন্তরায়। তিনি বিশ্বাস করতেন, হিন্দু-মুসলমান, বিত্তবান ও বিত্তহীন উভয়েই সম্মিলিত প্রচেষ্টা সমাজকে সুসংগঠিত করে তোলে। এ কারনেই তিনি বাউল দর্শনকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন । বলেছেন, এখানে হিন্দু-মুসলমান সবাই এসে মিলেছে, কেউ কাউকে আঘাত করেনি। এই বিশ্বাসের উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ পল্লী পুনর্গঠনে মনোনিবেশ করেছিলেন।
Collections
- Arts and Humanities [11]