dc.description.abstract | ‘নেতা যে রাতে নিহত হলেন’ ইমদাদুল হক মিলনের বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এক অবিস্মরণীয় গল্প ।একজন মহান নেতাকে দেশের অতি সামান্য এক মানুষ কতটা হৃদয় দিয়ে ভালবাসতে পারে এই গল্প তার প্রমাণ । গ্রন্থের অন্যান্য প্রতিটি গল্পই দেশাত্মবোধের ।কখনও বা রূপকের অন্তরাল থেকে বলা হয়েছে দেশপ্রেমের কথা, কখনও বা সরাসরি বলা হয়েছে । কখনও এক ভাসমান কিশোরের চোখ থেকে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের সময়টিকে, কখনও বলা হচ্ছে যুদ্ধ পরবর্তীকালের কথা । তরুণ মুক্তিযোদ্ধাদের আরেকটা যুদ্ধের প্রস্তুতি, একজন রাজাকারের আত্ম-উপলব্ধি, আবার প্রবাসে এক বাঙালির পাকিস্তানির মুখে ঘুষি মারা । সব মিলিয়ে নেতা যে রাতে নিহত হলেন অসাধারণ এক গ্রন্থ । | |