ইসলাম সাম্যবাদ ও বাঙালিত্বের আলাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন
Résumé
লেখকের মতে বঙ্গবন্ধুর জীবন দর্শন গড়ে উঠেছে বাঙালিত্বের শাশ্বত মূল্যবোধকে ভিত্তি করে এবং দার্শনিক ও রাজনৈতিক চিন্তাধারা গড়ে উঠেছে মহানবীর ইসলামী দর্শন ও মার্কসের সাম্যবাদী মতবাদের আলোকছটায়।আলোচ্য গ্রন্থখানি রচিত হয়েছে সেই প্রেক্ষাপটে।সেই সাথে বঙ্গবন্ধুর শাসন, দেশী বিদেশী স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিরোধী সামরিক-বেসামরিক আমলা, কতিপয় রাজনীতিকদের ক্রিয়াকলাপসহ কীভাবে তাঁকে হত্যা করা হয়েছিল, সেসব বিষয়ের ওপরও কতিপয় অধ্যায় সংযোজিত হয়েছে।