একটি পতাকা একটি মানচিত্র একটি নাম বঙ্গবন্ধু
Date
২০১৮Author
জাহাঙ্গীর, মোঃ শওকত
গোস্বামী, অরুণ কুমার (সম্পাদক ও সংকলক)
Metadata
Show full item recordAbstract
বঙ্গবন্ধুর আজীবন ত্যাগ, স্বপ্ন ও অবদান এবং দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে বাঙ্গালি জনগোষ্ঠী একটি ‘রাজনৈতিক সম্প্রদায়ে’ পরিণত হয়েছে-‘একটি পতাকা, একটি মানচিত্র’ লাভ করেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বঙ্গবন্ধুর সমগ্র সত্তা জুড়ে বাংলাদেশ। বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন এবং শাহাদাৎ বরণের কথা স্মরণে রেখে সংকলন গ্রন্থটির নাম দেয়া হয়েছে ‘একটি পতাকা, একটি মানচিত্র, একটি নাম বঙ্গবন্ধু’।