রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর বাংলাদেশ
Abstract
কোনো দেশ ও জাতিকে সুসংগঠিত করতে হলে একজন নেতার দরকার হয়, যিনি হবেন সাহসী, বলিয়ান, প্রজ্ঞা সম্পন্ন এবং ভবিষ্যৎদর্শী। সর্বোপরি তিনি হবেন একজন খাঁটি দেশপ্রেমিক। এসব গুনের অধিকারি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।বাঙালি জাতির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে ছিলেন সদা প্রসতুত।বঙ্গবন্ধু গোটা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সম্পদ, সূর্য সন্তান।বঙ্গবন্ধুর জীবনের লাখো কীর্তি আর অবদানের কয়েকটি কণার আলোচনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ মাত্র।