বাঙালী ও বাঙলা সাহিত্য (১ম খণ্ড)
Abstract
মধ্যযুগ ও আধুনিক কালের বাঙলা সাহিত্য বিষয়ক অসংখ্য ইতিহাসগ্রন্থ রচিত হলেও সেই দীর্ঘ তালিকায় যাকে বলে ‘পূর্ণাঙ্গ’ ইতিহাস তার অনুপস্থিতি ছিল দীর্ঘদিন। এ কারণেই মধ্যযুগের কবি ও কাব্যের পরিচিতিমূলক পূর্ণাঙ্গ ইতিহাস রচনায় আগ্রহী হয়ে উঠেছিলেন আবদুল করিম সাহিত্যবিশারদ। তাঁর সেই অপূর্ণ স্বপ্ন শুধু পূর্ণই করেননি, আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন তাঁর সুযোগ্য উত্তরসুরি ড. আহমদ শরীফ। দুই খণ্ডের বৃহৎ কলেবরে রচনা করেছেন বাঙালী ও বাঙলা সাহিত্য। এ গ্রন্থে তিনি বাঙালীর রচনায় জাতির চিত্ত ও চরিত্রের যে প্রকাশ ঘটেছে, তাই প্রধানত জানার ও বোঝার চেষ্টা করেছেন। আর তা করতে গিয়ে কোনো বাঙালীর রচনাকে তিনি তুচ্ছ করেননি। দীর্ঘকাল শিক্ষকতা ও গবেষণার ফলে যে জ্ঞান, তত্ত্ব, প্রজ্ঞা ও বোধি তিনি অর্জন করেছেন তার স্বাক্ষর এ গ্রন্থের পাতায় পাতায়।
Collections
- Bangla [20]