কালবেলা
Résumé
কালবেলা নাটকটি ভাবতে শেখায়, কেন অনর্থক জীবনের পথে এত ছুটে চলা। কেনো এ উদ্দেশ্যহীন যাত্রা। অন্তিম ঠিকানা তো একটাই। তাই অর্থহীন জীবনের ব্যর্থতা ও গ্লানিকে দ্বন্দ্বময় না রেখে জীবনকে উপভোগ করাই জীবনের সার্থকতা। সাইদ আহমদের ‘কালবেলা’ তরুণ সমাজকে ব্যস্ত ও স্বার্থপর এ যুগে অলীক কিছুর প্রতি ছুটাছুটিকে না বলতে শেখাবে।
Collections
- Bangla [20]