শরৎ রচনা সমগ্র
الخلاصة
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের জনপ্রিয়তম স্রষ্টা। তিনি তার সংবেদনশীল লেখনীর মাধ্যমে গ্রাম বাংলার দৈনন্দিন সুখ-দুঃখ জয়-পরাজয় নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি সেই সময়ের নানান সামাজিক প্রথার জাঁতাকলে জনসাধারণের নিপীড়ন লক্ষ্য করেছেন ও সেগুলির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন। এখানে শরৎচন্দ্র শ্রেষ্ঠ গল্প-উপন্যাসগুলি একত্রে পরিবেশিত হয়েছে।
حاويات
- Bangla [20]