বাংলা ভাষা ও সাহিত্য
Abstract
‘বাংলা ভাষা ও সাহিত্য’ গ্রন্থটি দুই খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে আছে ‘ভাষা ও নির্মিত’ কেন্দ্রিক নানা বিষয় আর দ্বিতীয় খণ্ডে আছে ‘সাহিত্য’ নিয়ে পাঠ। এই গ্রন্থের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের একটি সামগ্রিক পরিচয়ই শুধু মিলবে না, রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশের উত্থান সর্ম্পকেও সম্যক ধারণা পাওয়া যাবে।
Collections
- Bangla [20]