আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প
Abstract
‘আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প’ বইটিতে আখতারুজ্জামান ইলিয়াসের জীবনোপলব্ধির স্বরূপ অন্বেষণের চেষ্টা করা হয়েছে।এটি দুই অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে ইলিয়াসের মানস উপলব্ধির জন্য সমকালীন রাজনীতি, যুগপরিবেশ, সাহিত্য-আন্দোলন, সমকালীন গল্পের চারিত্রিক বৈশিষ্ট্য সর্ম্পকে আলোচনা করা হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ে ইলিয়াসের গল্পে তাঁর জীবনোপলব্ধির স্বরূপ বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে; অন্বেষণ করা হয়েছে তার ভাষা ও উপস্থাপনার নৈপুণ্য ও বিফলতা।
Collections
- Bangla [20]