বাঙলা সাহিত্যের রূপরেখা (১ম খন্ড)
Abstract
এই বইটিতে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে বলা হয়েছে। লক্ষ্য করার বিষয় হচ্ছে লেখক এই বইটির নামকরণ করেছেন ’বাঙলা সাহিত্যের রূপরেখা’। এই রূপরেখা তিনি এঁকেছেন বাংলার সাংস্কৃতিক ইতিহাসের পটভূমিতে।
Collections
- Bangla [34]