ছন্দ
Abstract
’ছন্দ’ গ্রন্থের এই সংস্করণে রবীন্দ্রনাথের ছন্দবিষয়ক সমস্ত আলোচনা সংকলনের চেষ্টা করা হয়েছে। ১৩২১ সালের পূর্ববর্তী এবং গ্রন্থ প্রকাশের (১৩৪৩) পরবর্তী অনেক রচনাই এখানে প্রথম সংকলিত হয়েছে। অনেকগুলি চিঠিপত্রও প্রথম প্রকাশিত হয়েছে।
Collections
- Bangla [34]